ছোট বোনের কান্না!



সকালবেলা। ৮ টার মত বাজে। আকাশ মেঘলা। সারারাত বৃষ্টি হয়েছিল দেখে পরিবেশটা বেশ ঠাণ্ডা। আমি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছি আরাম করে। ঘুম ভাঙলো চিল্লাচিল্লির শব্দে। চিল্লাচিল্লির রহস্য উদঘাটন করতে আরামের বিছানা ছেড়ে রুম থেকে বের হলাম।
দেখি মা সমানে বকা দিচ্ছে আমার ছোট বোনকে। বার বার বলছে, "এতো তেল কেনো ফেলাইলা?"

"মা আমি তেল ফালাই নাই।"

"আমি জিজ্ঞেস করছি কেন ফালাইলা?"

বোন কাঁদছে। আমাকে বললো, "ভাইয়া আমি তেল ফেলাই নাই। সত্যি।" বলে আবার ভেউ ভেউ করে কান্না।

তারপর নাক মুছে বলে, "মা ফ্লোরে তেল দেখেই জিজ্ঞেস করলো কেন ফালাইলা, কেন ফালাইলা। একবারও জিজ্ঞেস করে নাই, তুমি কী তেল ফালাইসো।"

বেচারী কাঁদতে থাকুক, আমরা দেখে আসি এইখানে কোনো লজিক্যাল ফ্যালাসি আছে কি না। কী মনে হয় আপনার?



হ্যাঁ, অবশ্যই এইখানে একটা ফ্যালাসি আছে। খুবই চমৎকার একটি কুযুক্তি। এটির নাম "Begging the Question Fallacy", বাংলায় "কুপ্রশ্নের কুযুক্তি"। যুক্তিবিদ্যায় এই ফ্যালাসি আমার বেশ মজার লাগে।


আমার ছোটবোনের ঘটনাটি খেয়াল করুন। মায়ের অভিযোগ, আমার বোন কেন তেল ফেললো। অর্থাৎ মা আমার ধরেই নিয়েছে যে তার মেয়ে তেল ফেলেছে। তাই জিজ্ঞেস করছে কেন ফেলেছে। এই রকমের প্রশ্ন, যেইসব প্রশ্নে কোনো কিছু আগে থেকে ধরে নিয়ে তারপর প্রশ্নটি করা হয় এইটাকে বলা হয় কুপ্রশ্নের কুযুক্তি। কেননা, বোনকে অভিযুক্ত করার জন্য মাকে এইটা প্রমাণ করতে হবে আগে যে আমার বোন এই কাজটা করেছে। সে এইটা করেছে সেইটা প্রমাণ করার পর মায়ের "কেন করেছো" এই প্রশ্নটি যুক্তিযুক্ত হবে।

(এই ধরনের লজিক্যাল ফ্যালাসির প্রচুর উদাহরণ আছে আমাদের আসে পাশে। কিন্তু সব বললে, "চাকরি থাকবে না!")

এই টাইপের লজিক্যাল ফ্যালাসির একটা বৈশিষ্ট হচ্ছে, প্রায় সময়ই তা ধরা যায় না। কিন্তু মুক্ত চিন্তার চর্চা যার থাকবে সে খুব সহজেই ওইসব কুযুক্তি ধরতে পারবে। 

মুক্ত চিন্তার জয় হোক!

মন্তব্যসমূহ