আমি কি কাউকে গালি দিয়েছি?

 


ধরেন আপনি একজনকে "চোর" বললেন। যাকে চোর বললেন সে ক্ষেপে গেলো, বললো, "ওই মিয়া গালি দাও কেন?" অথচ আপনার কাছে সেই ব্যক্তিকে চোর বলার যথেষ্ট কারণ এবং প্রমাণ রয়েছে। তবে আপনার তাকে এই "চোর" বলা কি তাকে গালি দেওয়া?  

আবার ধরেন, আপনার একজন পরিচিত লোক আছে, মেয়ে দেখলেই তার জিহ্বা বের হয়ে যায়। এবং সেই লোকটি প্রায় সময়ই মেয়েদের নিয়ে অত্যন্ত নোংরা এবং আপত্তিকর কথা বলে। এখন যদি আপনি লোকটিকে "লুইচ্চা" বা "লুচু" বলেন, তবে কি এটি গালি দেওয়া হলো? 

গালি জিনিসটি কি সেটি আমাদের ভালো করে বুঝতে হবে আগে। কাউকে গালি দেওয়ার অর্থ হচ্ছে অযথা কারো নামে খারাপ শব্দ বা ভাষা ব্যবহার করা। এইখানে যে জিনিসটি মাথায় রাখতে হবে তা হলো, যে শব্দ আপনি লোকটির জন্য ব্যবহার করছেন তা ব্যবহার করার যথেষ্ট কারণ এবং প্রমাণ আছে কি নেই। ধরেন আপনি কাউকে "ডাকাত" বললেন কিন্তু সে ডাকাতি বা এমন কিছুই করেনি, আপনি তার প্রতি ক্রুদ্ধ ছিলেন তাই বলে ফেলেছেন, তাহলে সেটি অবশ্যই গালি। এবং সেটি অবশ্যই ভালো কাজ নয়। কিন্তু সেই মানুষটি যদি আসলেই ডাকাতি করে থাকে এবং তার ডাকাতি করার ব্যাপারে যদি যথেষ্ট প্রমাণ থাকে তবে কেন তাকে "ডাকাত" বলা যাবে না?


আমাদের বাংলা ভাষায় একটি কথা প্রচলিত আছে, "অন্ধকে অন্ধ বলো না"। কথাটির অর্থ হলো কেউ যদি অন্ধ হয় তবে তাকে ছোট করার জন্য অন্ধ বলা ঠিক নয়। হ্যাঁ কাউকে ছোট বলে অন্ধ বলা তো ঠিক নয় অবশ্যই, কিন্তু সত্যি কথা যে সে অন্ধ। এই সত্যকে তো পাল্টানো যাবে না। আগে সেই সত্যকে শিকার করতে হবে তারপর নাহয় না বলা হলো। কিন্তু একেবারেই সেই সত্যকে স্বীকার করা যাবে না, তাহলে তো বিপত্তি। 

এখন ধরেন আমি একজনকে শিশুকামী বললাম। এবং যাকে বললাম সে আপনার পিতা। খুব স্বাভাবিকভাবেই আপনার বিষয়টি খারাপ লাগবে। কিন্তু আমার পক্ষে যদি আপনার পিতাকে শিশুকামী বলার ক্ষেত্রে যথেষ্ট কারণ এবং দলিল প্রমাণ থাকে তবে আপনি কোন যুক্তিতে আমার উপর রাগ করবেন? আপনার পিতা বলেই যে দুধে ধোয়া তুলসী পাতা হবে এমনটা ভাবা তো হাস্যকর। 

তাই কাউকে চোর বললে, ডাকাত বললে, লুইচ্চা বললে অথবা শিশুকামী বললে আগে থেকে লাফিয়ে ঝাঁপিয়ে প্রতিবাদ না করে যে বলছে তার দেওয়া প্রমাণ এবং দলিল বিশ্লেষণ করতে হবে। আপনি যদি সঠিক কাউন্টার দিতে না পারেন তবে তার কথা মেনে নিতে হবে। সত্যকে যারা অস্বীকার করে তারা শেষে গিয়ে কিছুই করতে পারে না। কখনোই পারে না। কখনো পারবেও না। 


মন্তব্যসমূহ