প্রকৃতির বিরুদ্ধে যাওয়া কি পাপ?

 


রাত আটটা বাজে। আমাদের বাসায় বাবার দূর সম্পর্কের এক ভাই এসেছেন। কোনো একটা বেসরকারি ব্যাংকে চাকুরী করেন। ব্যাংকার হলেও নানান বিষয় নিয়ে আড্ডা দিতে পছন্দ করেন। আজকে বাসায় আড্ডা বসেছে। বিষয়, মেয়েদের কি সন্তান নিতেই হবে? 

উনি যুক্তি দিচ্ছেন, "প্রকৃতি মেয়েদের শরীর এমনভাবে বানিয়েছে যেন তারা বাচ্চা নিতে পারে, বংশকে এগিয়ে নিয়ে যেতে পারে। ব্যাপারটা সম্পূর্ণ প্রাকৃতিক।" তারপর থেমে বলেন, "প্রকৃতির বিরুদ্ধে কিছু করা তো খারাপ।"

তিনি এরপর চায়ে চুমুক দিয়ে বললেন, "বুঝা গেল?"

আমার ছোট বোন তখন বলে উঠলো, "আচ্ছা চাচা, ভূমিকম্পও সম্পূর্ণভাবে প্রাকৃতিক বিষয়। আমরা কি তার মানে ভূমিকম্পের বিরুদ্ধেও কিছু করতে পারবো না?"

ছোট বোনের প্রশ্ন শুনে উনি কেমন যেনো বোকা বোন গেলেন, "না মানে ইয়ে মানে...।"

এইখানে, আমার দূর সম্পর্কের চাচা একটি সূক্ষ্ম  এবং চমৎকার একটি লজিক্যাল ফ্যালাসি করেছেন। এই হেত্বাভাসের ব্যাপারে অনেকেই জানে না, তাই প্রায় সময় না বুঝেই এই কুযুক্তি মানুষ দিয়ে থাকে। এই কুযুক্তির নাম "Appeal to Nature Fallacy" অথবা "প্রকৃতিগত কুযুক্তি"।



প্রাকৃতিক মাত্র কোনো কিছুই যে "ভালো" বা "নৈতিক" এমনটা ভাবা সম্পূর্ণভাবে ভুল। কোনো কিছু প্রাকৃতিক হলেই সেটি "ভালো", "নৈতিক" বা "কল্যাণকর" হয় না। দার্শনিক জি. ই. মুর যুক্তি দেন, কোন কিছু প্রাকৃতিক বলে একে “ভাল” বা “নৈতিক” বলে সংজ্ঞায়িত করলে ভুল হবে। এই হেত্বাভাসে প্রকৃতি বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের সাথে ভাল মন্দের সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা হয় বলেই এর নাম “অ্যাপিল টু নেচার ফ্যালাসি”।

প্রাকৃতিক ঘটনা হিসেবে ধরে নিয়ে কোন কিছুকে যদি নৈতিক বা ভাল মনে করা হয়, তাহলে একই যুক্তিতে প্রকৃতি মানুষকে অসুখবিসুখ এবং রোগব্যাধি দেয়। তাই একই যুক্তিতে ধরে নিতে হয়, অসুখ বিসুখ যেহেতু প্রাকৃতিক তাই ভালো এবং নৈতিক। এবং ঔষধের দ্বারা প্রকৃতির কাজে বাঁধা দেয়া এবং অসুস্থের চিকিৎসা করা নৈতিকভাবে ভুল। তাই বোঝা যাচ্ছে, প্রাকৃতিক বা স্বাভাবিক বলেই কোন কিছু নৈতিক এবং ভাল, তা বলা যায় না।


উপরের ঘটনায়, সেই দূর সম্পর্কের চাচা ধরেই নিয়েছেন যেহেতু মেয়েদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে এবং প্রকৃতিগতভাবে আছে তাই সন্তান জন্ম না দিলে সেটি খারাপ কাজ বা অনৈতিক কাজ। উনার কথা যদি ঠিক ধরে নেই তবে, প্রকৃতিগতভাবে যেসকল মেয়ে বন্ধ্যা তারা যদি সন্তান লাভের চেষ্টা (চিকিৎসার মাধ্যমে) করে তবে সেটিও অনৈতিক! আমার ছোট বোন তাই যথোপযুক্ত কথাই বলেছে, যদি "প্রকৃতির বিরুদ্ধে কিছু করা তো খারাপ" কথাটি ঠিক হয়ে থাকে তবে ভূমিকম্পের সময় এর বিরুদ্ধে কিছু করতে যাওয়াও খারাপ, কেননা ভূমিকম্প প্রাকৃতিক!


খেঁয়াল করে দেখবেন, এমন অসংখ্য উদাহরণ আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মুক্ত বুদ্ধির চর্চার অভাবে প্রায় সময়ই আমরা সেই কুযুক্তি ধরতে পারি না। আশা করি পরের বার কেউ যদি এমনটা করে তবে তাকে তার ভুল ধরিয়ে দিবেন এবং নিজেও এমন কুযুক্তি থেকে বেঁচে থাকবেন।



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ