ছন্দহীন গান!
ওয়েল, ২০১৯ এর আগে আমার জীবন প্রায় একই গতিতে, একই ছন্দে এগিয়ে চলছিল। ২০১৯ থেকে শুরু করে ২০২২, এই চার বছর আমার জীবনে এত এত পরিবর্তন আসে যা আমার প্রথম ১৯ বছরের জীবনে আসেনি। এই চার বছর দুঃখের তীব্রতা কত হতে পারে তা যেমন একাধিকবার অনুভব করেছি, তেমনি কিছু অসম্ভব সুন্দর অনুভূতির স্বাদও পেয়েছি এই চার বছরে। যদিও সত্য হলো, এই চার বছরে কিছু পাবার থেকে হারানোর সংখ্যাটাই বেশি। যা যা পাল্টেছে আমার জীবনে এই চার বছরে, যা যা হারিয়েছি, যাকে যাকে হারিয়েছি, আমি জানি, এর প্রভাব থাকবে, প্রবলভাবে, আমার গোটা জীবনের উপর।
২০২৩ শুরু হলো। মনে হচ্ছে প্রবল ঝড়ের রাত শেষ হয়ে এখন মেঘ কাটছে। ভোরের সূর্যের মুখ অল্প অল্প দেখা যাচ্ছে পূর্বের আকাশে। আমি জানি, ঝড় আবারও আসবে। মেঘ এক সময় আবারও ঘন হওয়া শুরু করবে। এও জানি, এসব কিছুর মধ্যে, এসব কিছু নিয়েই চলতে হবে। এ নিয়ে আমার দুঃখ নেই। কৌতূহল আছে। দেখি, সামনের সময় আর কি কি ভেলকি দেখায়!
বি.দ্র. লেখালেখি শুরু করার ইচ্ছে আছে এইবার। করোনার কারণে গত দুই বছর পড়াশোনার অবস্থা ভালো রকমের এলোমেলো হয়ে গিয়েছিল। পর পর দুই সেমিস্টার ফাইনাল, তারপর ঝড়ের বেগে ক্লাস, পরীক্ষা সাথে অন্যান্য ব্যাপার-স্যাপার এমনভাবে আমাকে চেপে ধরেছিল যে লেখালেখি দূরের ব্যাপার, বই পড়াই হয়ে উঠছিল না। আবার মাঝে প্রচুর পরিমানে গেম খেলায় আসক্ত হয়ে পড়েছিলাম। যাহোক, এবার আশা করি ফিরে আসবো লেখালেখির দুনিয়ায়; শিল্প, সাহিত্য, দর্শন, বিজ্ঞানে! যদিও আমার এইসব ব্লগ খুব কেউ পড়ে না, তবুও লিখে রাখলাম।
~ নাজিব আহমেদ ভূঁইয়া
০১ জানুয়ারি, ২০২৩
মীরেরচক, রাজশাহী, বাংলাদেশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন