নববর্ষ যেহেতু
আজকে নগরের প্রায় সবাই আনন্দে মগ্ন। পটকা ফাটাচ্ছে। তারাবাতি জ্বালাচ্ছে। ফানুস উড়াচ্ছে।
আজ হয়তো এক যুবক ছাদের এক ধারে একাকী দাড়িয়ে উড়ন্ত ফানুসকে কালো আকাশে হারিয়ে যেতে দেখছে। ঠিক এক বছর আগে এই দিনটিতে কোনো এক মেয়ের হাত ধরে সে এই দৃশ্যটি দেখছিল। আজ এই মেয়েটিও ফানুসটার মতো কোনো অজানা ভুবনে হারিয়ে গিয়েছে।
কোনো এক মা-বাবা আজকে ছাদে বসে আতশবাজি দেখছে। একা। এক বছর আগে এই ছাদে তাদের চার বছরের ছেলেটি আনন্দে ছুটে বেড়াচ্ছিল। আজকের তারিখে ছেলেটির কবরের চারাগাছ বৃক্ষ হবার পথে।
১০ তলা বিল্ডিং এর ছাদে কিছু ছেলেমেয়ে তাদের ফানুসে আগুন দিচ্ছে অথচ পাশের ঝুপড়িতে তাদেরই বয়সী একদল ছেলেমেয়ের চুলায় আজকে আগুন জ্বলেনি।
একই নগরীতে আনন্দের হিল্লোল এবং বেদনার নীলিমা মিলেমিশে একাকার হচ্ছে। এইভাবেই নতুন বছর আসে, এক সময় পুরাতন হয়ে বিদায় নেয়।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
[২০২০ সালে লেখা আবারও দিলাম। গত রাতেই দিতাম, ব্যস্ততার কারণে পারিনি।]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন